প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ