২২ মে, ২০২৩ ১৭:৪৫

হামলা-মামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি

হামলা-মামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপি। এসময় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।

সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাবেক সভাপতির সজ্জনকান্দা বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত শনিবার রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই সম্মেলনে যাওয়ার উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী আমার বাড়িতে আসেন। বিক্ষোভ সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার নেতাকর্মীরা হামলা প্রতিহত করতে যায়।

পরে পুলিশ আমাদের ২৫ জন নেতাকর্মীকে আটক করে। আমার শতাধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী কারাগারে আছেন। পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করছেন।

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের কাছে বাঁশের লাঠিসোঁটার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলো সব দেশের মিছিল-সামবেশে নেতাকর্মীদের কাছে থাকে। পাটকাঠির মাথায় তো আর কোনো পতাকা বাঁধা যায় না।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুসহ জেলা বিএনপির নেতা এবিএম মঞ্জুরুল আলম দুলাল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, গাজী আহসান হাবিবসহ অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর