শিরোনাম
২৭ মে, ২০২৩ ১৯:৫২

ফরিদপুরে জনপ্রত্যাশা এবং অংশীজনের দায়িত্ব নিয়ে মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জনপ্রত্যাশা এবং অংশীজনের দায়িত্ব নিয়ে মতবিনিময় সভা

‘দ্বৈত উত্তরণঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরন-জনপ্রত্যাশা এবং অংশীজনের দায়িত্ব শীর্ষক’ এক মতবিনিময় সভা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বদরপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদুত এম হুমায়ুন কবির। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ শাহাজাহন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, কমিউনিষ্ট পার্টির নেতা রফিকুজ্জামান লায়েক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বিএনপি নেতা এ এফ এম কাইয়ুম জঙ্গী, আফজাল হোসেন খান পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই কবির খোকন, নারীনেত্রী শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, বিইআই এর জেলা সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান। 

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর আয়োজনে এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর