শিরোনাম
২৮ মে, ২০২৩ ০০:৪২

পাখি শিকারে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

পাখি শিকারে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে নয়ন মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নয়ন একই গ্রামের রাসেল মিয়ার পুত্র ও স্থানীয় জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।  হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক চন্দন কুমার পাল বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বিকাল তিনটার দিকে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় পাশের একটি খোলা মাঠে নয়ন মিয়া বক পাখি শিকার করছিল। অবস্থা বেগতিক দেখে বাড়ি ফেরার সময় ব্রজপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র  রায় বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরর করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর