২৮ মে, ২০২৩ ০০:৫৭

এক বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক!

ফেনী প্রতিনিধি

এক বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক!

মনির আহম্মদ প্রকাশ আজিজ

ছাগলনাইয়ার মনির আহম্মদ প্রকাশ আজিজকে ২৫ বোতল ফেনসিডিলের মামলায় আদালত এক বছরের সাজা দিয়েছিলেন। সেই সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না তার। শুক্রবার রাতে চট্টগ্রাম হালিশহর এলাকায় ছাগলনাইয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

মনির আহম্মদ উপজেলার হরিপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ বোতল ফেনসিডিলসহ মনিরকে আটক করে পুলিশ। পরে তাকে মাদক মামলায় চালান করা হয়। মামলার দুই বছর পর ২০০৩ সালে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। কিন্তু মামলার পর থেকে মনির পলাতক ছিলেন। এক বছরের সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২০ বছর পলাতক থাকেন। পলাতক অবস্থায় মনির তার মায়ের জন্য টাকা পাঠাতেন। গত কয়েকদিন আগে তার মায়ের কাছে পাঠানো টাকার মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, এক বছরের সাজা থেকে বাঁচতে আসামি মনির আহম্মদ দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর