ময়মনসিংহের ফুলপুরে সাবেক এমপি একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম শামসুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দেন।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য সন্তান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমান, মেয়র শশধর সেন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্সের সভাপতিত্বে ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, ওসি আব্দুল্লাহ আল মামুন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও ওসি আবুল খায়ের সোহেলসহ তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ