নোয়াখালী জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সার্কিট হাউজে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। সভায় পুনর্মিলনী বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে প্রস্তুতি কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে প্রস্তুতি কমিটি গঠিত হয়। আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে এবং আগামী ১ জুলাই জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এ সময় প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদস্য সচিব ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, উপদেষ্টা আবদুল আলিম, প্রাক্তন ছাত্র মনছুর আহাম্মদ বিপ্লব, খালেদ ইব্রাহিম রাসেল, আকবর হোসেন হৃদয়, শাহ ইমরান ইমু, সাইফুল ইসলাম নিরু, সামছুদ্দীন ফারুক, ইস্তেকার আহমেদ নিপু, সমীর কর্মকার, সুকর্ণ ইব্রাহিম, আমিনুল হক সোহেল, কাজী তাফস, আবদুল লতিফ, সুভ্রত, ধীমান মজুমদার, আবদুল করিম মুক্তা, ইকবাল করিম তারেক, মঞ্জুসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। দিনব্যাপি অনুষ্ঠানে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএ