৪ জুন, ২০২৩ ১৬:৫৯

চিরিরবন্দরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার 
প্রতিবাদে মানববন্ধন

বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জবরদখল ও অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধাসহ ভূমিহীন সদস্যরা। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

রবিবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা চত্বর গেট সংলগ্ন রাস্তায় উপজেলা জনসংগঠনের ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলেপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় পুনট্টি ইউনিয়নের চকমুশায় বীর মুক্তিযোদ্ধাসহ ১১টি পরিবারের ভূমিহীন সদস্যরা এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জবরদখল ও আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের জনসংগঠনের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানানো হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন চকমুসা জনসংগঠনের সভাপ্রধান বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানসহ ভূমিহীন সদস্যরা । 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর