৫ জুন, ২০২৩ ১৪:১২

নোয়াখালীতে দিনব্যাপী ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দিনব্যাপী ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ প্রশিক্ষণ কর্মশালা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নোয়াখালীতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল থেকে দিন ব্যাপি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার, সদর সার্কেল মোর্ত্তাহীন বিল্লাহ, বৃহত্তর নোয়াখালীর ট্রাস্টি এডভোকেট পাপ্পু সাহা, সাবেক ট্রাস্টি তপন মজুমদার, সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট মনিরুল হাসান আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, ইসলামি ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, ইমাম সমিতির সভাপতি শাহ আলম, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, আবুল হাসনাত বাবুল, ইকবাল সুমন ও মাওলানা গিয়াস উদ্দিন খতীব সহ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, বিভিন্ন ধর্মাবলম্বির মানুষ সহ বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ধর্মীয় নেতা, মসজিদের ঈমাম, খতিব, মন্দিরের পুরহিত বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালা প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর