প্রেমিকার আপক্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাহিদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুুলিশ। জাহিদ সাতকানিয়ার খাগরিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার রাজধানীর কাফরুল থানার শেওড়া পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাক্তন প্রেমিকার সাথে তার ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল