ঝালকাঠিতে অটোরিকশা চালককে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। সোমবার রাতে জেলার নলছিটি উপজেলার দপদপিয়ার কাঠেরঘর নামক স্থানে এই ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি মো. আলামিন (৩৫)। তিনি বরিশাল সদরের কাউনিয়া এলাকার মো. মানিক ফরাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও অটোরিকশার ব্যাটারি চুরির মামলা রয়েছে। তার কাছ থেকে হাতুড়িসহ চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে স্থানীয়রা সড়কের পাশে হঠাৎ একজনকে রক্তাক্ত দেখে তার কাছে ছুটে যান। রক্তাক্ত ব্যাক্তি বলেন, তাকে মেরে অটোরিকশা নিয়ে পালিয়েছে। এই কথা শুনে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে মূল সড়কের কাছাকাছি গিয়ে তাকে ধরতে সক্ষম হয়। এরপর খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
আহত অটোচালক মিঠুন হাওলাদার জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল সদরের নথুল্লাবাদ থেকে একজন যাত্রী ৫০০ টাকা ভাড়ায় নলছিটির কাঠেরঘর নামক স্থানে আসেন। কাঠেরঘর থেকে কিছুটা ভেতরে আসতেই ওই লোক বলেন, ‘আমার লোক আসছে তুমি এখানেই দাঁড়াও।’ আমি তার কথামতো অটোরিকশা সেখানে দাঁড় করিয়ে সড়কের পাশে প্রস্রাব করতে যাই। এই ফাঁকে তিনি কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করেন। এরপর আমি কিছুক্ষণ অচেতন ছিলাম। হুঁশ আসার পরে দেখি অটোরিকশা নেই। তখন চিৎকার দিয়ে স্থানীয়দের বিষয়টি জানাই।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, সোমবার রাতে চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল