লক্ষ্মীপুরে ইমাম, খতিব আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে
ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জাকের হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএ