পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে বাচ্চু সরদার (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর কলকতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার উত্তর কলকতি গ্রামের সিরাজুল ইসলামের নির্মাণাধীণ বাড়ির বেস ঢালাইয়ের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় ভাইব্রেটর মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয় নির্মাণ শ্রমিক বাচ্চু সরদার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রজু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম