কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলন্ত ইজিবাইক (টমটম) থেকে ছিটকে পড়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত রোহিঙ্গা টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প শালবাগান ব্লক এইচ/১০ এর বেলাল আহমেদের ছেলে মো. আলী আহমেদ (২২)।
মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের আলীখালি নামক স্থানে এ ঘটনা ঘটে।
শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বজলুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের এইচ/১০ ব্লকের আলী আহমেদ হ্নীলা স্টেশনে ইজিবাইকযোগে যাচ্ছিলেন। পথে আলীখালি নামক স্থানে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই