শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের আফরোজা-রমজান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরের শহীদ রফিক সড়কের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সিমিতির সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী, প্রধান উপদেষ্টা কাশিনাথ সরকার ও সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ।
বিডি প্রতিদিন/এএ