ভাঙ্গার আলমগীর হত্যা মামলার আসামিকে ঢাকার রমনা এলাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তেতে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যাক্তিরা হলেন কাউসার মাতুব্বর (৫৫) তার ভাই সারোয়ার মাতব্বর (৫০), সানু মাতব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম ওরফে সিরু(৫০)। এরা সকলেই ভাঙ্গার আলগি ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের জলিল মাতুব্বরের সাথে প্রতিবেশী কাউসার মাতুব্বরের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে ১৩ মে বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছোট খড়দিয়া গ্রামে আলমগীর মাতব্বরেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরবর্তীতে আলমগীরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে সকালে মারা যান আলমগীর।
এ ঘটনায় মৃত আলমগীরের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে গত ১৫ মে ৫৭ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৮, ফরিদপুর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেফতার হওয়া হত্যা মামলার ওই চার আসামিকে আজ মঙ্গলবার সকালে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এই চারজনসহ এ হত্যা মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হলো। এমামলার এজাহারভুক্ত ৪৪ জন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ