জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রংপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী পুষ্টি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ।
রংপুর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ জানো প্রকল্পের সিনিয়র টিম লিডার ড. মোঃ মিজানুর রহমান, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানা, মাল্টিসেক্টরাল গর্ভন্যান্স বিভাগের ম্যানেজার গোলাম রব্বানী, উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান।
মেলায় মিষ্টি কুমড়ার হালুয়া, মিশ্র সবজির পিঠা, সজনে পাতার পাকোড়া, সাঝ পিঠাসহ নানা পুষ্টি সমৃদ্ধ খাবারের রান্না প্রদর্শনী করা হয়। মেলায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর এবং উন্নয়ন সহযোগি সংস্থার ২১টি স্টল রয়েছে। রংপুর জেলার পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত চলমান কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা চলবে।
বিডি প্রতিদিন/এএম