ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম শেখকে (৪০) গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিনয় বাড়ৈ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি হতে আজ গ্রেফতার করা হয়। এ সময় ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শরিফুল পাঁচ বছরের সাজা পরোয়ানার পলাতক আসামি। শরিফুলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে নিয়মিত মামলা রুজুপূর্বক ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ