পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের নির্ধারিত ফিতে বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা প্রমুখ।
এ সময় ড. আসমা খান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দশনা মতে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একজন অধ্যাপকের ফি ধরা হয়েছে ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ টাকা এবং এমবিবিএস চিকিৎসক ফি ১৫০ টাকা।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা হাসপাতালে নিজস্ব চেম্বারে বসে নির্ধারিত এই ফিতে রোগী দেখবেন। এই সময়টা হাসপাতালে ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল