রাঙামাটির রাজস্থলীতে হঠাৎ তিন শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটেছে। তারা হলেন-সোহাগ (২০), রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী উপজেলাধীন ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জানা যায়।
পরিবারের দাবি অপহরণ। তবে পুলিশ বলছে, এখনো থানায় অভিযোগ করা হয়নি।
রাঙামাটির রাজস্থলী ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. এমদাদুল হক মিলন বলেন, গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় সড়কের কাজে ১৪ জন শ্রমিক নিয়োজিত ছিল। সোমবার সন্ধ্যায় ১১ জন শ্রমিক চা খাওয়ার জন্য বাজারে গেলেও কর্মস্থলে ওই তিনজন অবস্থান করছিল।
পরে শ্রমিকরা চা খেয়ে ফিরে এসে দেখে শ্রমিকদের থাকার ঘরটা ফাঁকা, বিদ্যুৎ বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ অপহরণ করে তুলে নিয়ে গেছে। তবে কে বা কারা নিয়ে গেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ সোহাগ ও রূপকের বড় ভাই সবুজ জানায়, আমি ধারণা করছি সশস্ত্র সন্ত্রাসীরা আমার ভাইদের অপহরণ করেছে। এ ঘটনার সময় আমি আমার ভাইদের ফোন করেছিলাম। তবে রিসিভ করে কথা বলেনি। তবে ফোন রিসিভ থাকায় আমি নিজেও অপহরণকারীদের কণ্ঠ শুনতে পেয়েছি। পরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আর যোগাযোগ করতে পারিনি।
রাঙামাটি রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসু উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুত নিখোঁজদের খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/এমআই