সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এলাকার আড়াই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সোমবার দুপুরে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহারসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে আড়াই শতাধিক পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক প্রমুখ। বিডিপ্রতিদিন/কবিরুল