কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই ফরিদপুর অঞ্চলের এত উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ কারণে মাত্র দুই ঘণ্টায় এই বোয়ালমারী পৌঁছানো সম্ভব।’
‘আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই এটি সম্ভব হয়েছে। অতীতে অন্য সরকারের আমলে এটি আমরা কল্পনাও করতে পারতাম না।’
বুধবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির মিলঘর শিকদার বাড়িতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা উপলক্ষে এক উঠান বৈঠকে এসব বলেন তিনি।
এ উঠান বৈঠকের আয়োজন করেন জেলা কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য মুরাদ শিকদার। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। তারা সবাই আরিফুর রহমান দোলনকে আাগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান।
আরিফুর রহমান দোলন বলেন, ‘পদ্মা সেতু কে করেছেন? শেখ হাসিনা। এই যে এই দেশের এত উন্নতি, এত উন্নয়ন কে করেছে? আওয়ামী লীগ সরকার। নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে অনেক উন্নয়নের কথা বলতে পারলাম। অতীতে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের আমলে আমাদের এই অঞ্চলে কোনো উন্নতি, উন্নয়ন হয়নি। এখন যতটুকু হয়েছে তাও হত না যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতেন।’
উঠান বৈঠকে বাইখির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব, পরমেশ্বরদী ইউপি সদস্য পলিন্স শেখ চান, চতুল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খুশি, স্থানীয় মহিলা নেত্রী লতা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ