জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুন্দর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দেশের মানুষ যেন সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে ঈদের দিনে আমি এটা প্রত্যাশা করছি। জনগণের কাছে সরকারের যেন জবাবদিহি থাকে। যদি সরকার ভাল কাজ না করে তবে নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের পরিবর্তন করতে পারে। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এটাই আমার আজকের বার্তা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদসহ জাতীয় পার্টির জেলা-মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ইব্রাহিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা। এছাড়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায়, কেরামতিয়া মসজিদে সকাল ৯টায়, শালবন মিস্ত্রিপাড়া মসজিদে সকাল সাড়ে ৮টায়সহ সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ