গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল (৫০) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মৌ গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (নং-১২২১, তাং-২৭.০৬.২০২৩)।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে ২৬ জুন বিকালে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা সম্ভাব্য স্থানগুলোতে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছি।
নিখোঁজ ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুলের স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন বিকাল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান। এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি। রাতে যখন তার স্বামী আর বাসায় ফিরে না আসেন, তখন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায়ও খোঁজ খবর নেন। কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি করেন। তার সাথে কোনো ঝগড়া বিবাদও হয়নি বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহবুব জানিয়েছেন, তাকে কেউ এই ঘটনা জানায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল