পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের জন্য নিজ হাতে কোরবানির মাংস রান্না করে খাইয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি কবিরহাট নিজ বাসভবনে ৩০ মন গরুর মাংস রান্না করেন এবং নিজ হাতে নেতাকর্মীদের খাওয়ান l এই সময় কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, এমপি পুত্র সাবাব চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন l
এছাড়া নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান ও নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম ও নির্বাচনী এলাকায় কুরবানি গরু জবাই করে অসহায়দের মাঝে মাংস বিতরণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল