ভারী বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি না কমায় কেউ কেউ ছাতা নিয়ে আবার কেউ কাক ভেজা হয়েই ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন ঈদগাহ মাঠে এবং মসজিদে সমবেত হন।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল ৯টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া বাইতুন নূর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজে অংশ গ্রহণ করেন।
বৃষ্টির মধ্যে জেলা কালেক্টরেট জামে মসজিদ মাঠে প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। জেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁহ মাঠে। নামাজ শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।
বিডিপ্রতিদিন/কবিরুল