বুধবার দিবাগত রাত থেকেই ময়মনসিংহে শুরু হয় বৃষ্টি। এমনকি ঈদুল আজহার নামাজেও ছিল গুড়িগুড়ি বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করে আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ জামায়াতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর প্রধান জামায়াতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
এরপর আঞ্জুমান ঈদগাহ মসজিদে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায়। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, মানুষের কল্যাণ ও বিশ্ব শান্তির প্রত্যাশায় দোয়া করা হয়।
ঈদ জামায়াতে অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
এছাড়াও নগরীর আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়সহ ময়মনসিংহের প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল