ভাঙ্গায় ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কারের ৫ আরোহী ও ট্রাকের হেলপারসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আহত ৬ জনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর ইসলাম বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিলো। ট্রাকটি ঢাকামুখী ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, আহত ৬ জনই গুরুতর আহত হওয়ার সকলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ