সিরাজগঞ্জের চৌহালীতে মোবাইল কিনে না দেওয়ায় সিয়াম নামে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খাশকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিয়াম চৌদ্দরশি এলাকার আব্দুর রউফের ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, সিয়াম কয়েকদিন ধরেই একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে বায়না করে। কিন্তু তার পরিবার মোবাইল কিনে দিতে অসম্মতি জানায়। এতে অভিমান করে বুধবার সন্ধ্যার দিকে সিয়াম তার শোয়ার ঘরে আত্মহত্যা করে। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ