বৃষ্টির কারণে মাঠে পানি জমায় বগুড়ায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদ ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন মাওলানা আজগর আলী ও মুফতি আব্দুল আব্দুল কাদের।
এ সময় বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম বাদশাসহ হাজার হাজার মুসুল্লি নামাজ আদায় করেন। দোয়া করা হয় দেশ ও মুসলিম উম্মাহসহ সকলের শান্তি কামনা করে। এর পর একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বিডি প্রতিদিন/এএম