বগুড়ার দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুম মন্ডল (৩৪) দুপচাঁচিয়ার ডিমশহর তালুকদারপাড়ার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলার ট্রাকচালক সমিতির অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরে স্থানীয়রা ঘাতক বড় ভাই শহীদ হাসান সুইটকে (৩৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটক শহীদ হাসান ঢাকাতে দিনমজুরের কাজ করেন। কয়েকমাস আগে স্ত্রীর সাথে তার তালাক হয়। শহীদের সন্দেহ, ছোট ভাই মাসুমের সাথে তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়ায় এ ছাড়াছাড়ি হয়েছে। এ নিয়ে বুধবার রাতে দুই ভাই সিও অফিস বাসট্যান্ড এলাকায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে শহীদ তার ভাই মাসুমের বুকে ও পিঠে উপর্যপুরী ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সময় ধাওয়া দিয়ে স্থানীয়রাই শহীদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শহীদকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ