কক্সবাজারের টেকনাফের পাহাড়ের আবাসস্থল ছেড়ে নাফ নদে নেমে এসেছে একটি হাতি শাবক। সোমবার বিকেলে হাতি শাবকটি টেকনাফ পাহাড় থেকে নেমে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে সাঁতরে চলে আসে। তবে বনবিভাগের দাবি, হাতি শাবকটি মিয়ানমার থেকে নেমেছে।
সোমবার বিকেল থেকে বনবিভাগের কর্মীরা হাতি শাবকটি বনে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যার আগেই এটি শাহপরীর দ্বীপ ঘোলার চর ঝাউ বাগানে ঢুকে পড়ে। সেখানে উপকূলীয় বন বিভাগের কর্মীরা এটিকে পাহাড়ায় রেখেছেন।
টেকনাফ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বাচ্চা হাতিটি শাহপরীর দ্বীপ উপকূলীয় ঝাউ বাগানে অবস্থান করছিল। আমরা সহযোগিতা করে এটিকে বনে ফেরানোর চেষ্টা করছিলাম। কিন্তু বিশাল ঝাউ বাগানের ভেতর থেকে শাবকটি বের করা সম্ভব হয়নি। শাবকটির বয়স আনুমানিক ৬/৭ মাস হতে পারে।উপকূলীয় বন বিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, সম্ভবত মিয়ানমার থেকে এই শাবকটি নাফ নদে নেমে আসে। আমরা চেষ্টা করছি এটিকে বনে ফেরানোর জন্য।
শাহপরীর দ্বীপের জেলে নুরুল আমিন বলেন, সকালে হাতির শাবকটি নাফ নদের উত্তর দিক থেকে সাঁতরে দক্ষিণে যেতে দেখেছি। পরে এটি শাহপরীর দ্বীপ ঘোলার চরের ঝাউ বাগানে অবস্থান নেয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন