যশোর সদর উপজেলার লেবুতলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যশোরমুখী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরামুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত