১০ জুলাই, ২০২৩ ২১:৫০

জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারি, এক ব্যক্তির জেল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারি, এক ব্যক্তির জেল

জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করার অভিযোগে মাস্টার কম্পিউটার দোকানের মালিক শফিকুল ইসলাম মাস্টারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তার দোকান সীলগালাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে পৌর শহরের রেলস্টেশন সড়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন এই রায় দেন।

মোঃ শামীম হোসাইন জানান, শফিকুল ইসলাম মাস্টার তার নিজস্ব কম্পিউটার দোকানে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র  ও মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে অনলাইনে মাধ্যমে বিপুল পরিমাণ  টিকেট কেটে  দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। তার নিজস্ব দোকানে  কালো বাজারে টিকেট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর