১৫ জুলাই, ২০২৩ ১৯:১১

পুকুরে মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি:

পুকুরে মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার ঘন্টা পর পুকুর থেকে আফিয়া (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যে পাড়ায় একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আফিয়া ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর মধ্যেপাড়া এলাকার আজিজুলের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু আফিয়ার চাচা উজ্জল সকালে হার্ট স্ট্রোক করে মারা যান। উজ্জলের দাফন সম্পন্ন করে এসে আফিয়ার খোঁজ খবর শুরু হয়। আফিয়ার সন্ধানে গ্রামজুড়ে মাইকিং করা হয়। পরে নিখোঁজের চার ঘন্টা পর নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আফিয়া নামের ওই শিশুর মরদেহ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মারা গেলো, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিশু আফিয়ার এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর