১৭ আগস্ট, ২০২৩ ১৮:২৮

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলসমূহ থেকে পানি সরে যেতে শুরু করেছে। তবে বন্যাকবলিতদের কষ্ট এখনও রয়ে গেছে। এখনও চরের ও দ্বীপচরের অনেক রাস্তাঘাটে পানি সরে না যাওয়ায় কষ্টে রয়েছেন এসব মানুষ। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার দুপুরে নদনদীর পানি কমে ত্স্তিা নদীতে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে সন্ধ্যায় তা সমতলে বইতে থাকে। এছাড়াও দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও কমে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এসব নদনদীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে চর ও দ্বীপচরের মানুষের দুর্ভোগ কমেনি। ওইসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গবাদি পশু খাদ্য সংকট।

এ বারের বন্যায় প্রায় ৩৮৫ হেক্টর জমির রোপা আমন, সবজি খেতসহ নানা ফসল তলিয়ে যাওয়ায় তা পুরোপুরি বিনষ্ট হতে যাচ্ছে। এতে কৃষকরা পড়েছেন বিপাকে এবং তারা দুশ্চিন্তায় দিন পার করছেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর