কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলসমূহ থেকে পানি সরে যেতে শুরু করেছে। তবে বন্যাকবলিতদের কষ্ট এখনও রয়ে গেছে। এখনও চরের ও দ্বীপচরের অনেক রাস্তাঘাটে পানি সরে না যাওয়ায় কষ্টে রয়েছেন এসব মানুষ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার দুপুরে নদনদীর পানি কমে ত্স্তিা নদীতে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে সন্ধ্যায় তা সমতলে বইতে থাকে। এছাড়াও দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও কমে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এসব নদনদীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে চর ও দ্বীপচরের মানুষের দুর্ভোগ কমেনি। ওইসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গবাদি পশু খাদ্য সংকট।
এ বারের বন্যায় প্রায় ৩৮৫ হেক্টর জমির রোপা আমন, সবজি খেতসহ নানা ফসল তলিয়ে যাওয়ায় তা পুরোপুরি বিনষ্ট হতে যাচ্ছে। এতে কৃষকরা পড়েছেন বিপাকে এবং তারা দুশ্চিন্তায় দিন পার করছেন।বিডি প্রতিদিন/এএম