২১ আগস্ট, ২০২৩ ০০:০১

জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রে: জি-বি-১৭৫৩) গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান সিরাজ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান (বিএসসি)।
 
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার,  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ আদমজী  আঞ্চলিক শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সামাদ বেপারী, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মতিন মুন্সী, নারায়ণগঞ্জ জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক আসমা মাহবুব, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিরা সুলতানা মনি, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি ও গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, কোষাধক্ষ্য সাইফুদ্দীন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহসীন।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার পরিবারের  সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর