২১ আগস্ট, ২০২৩ ১৯:৫১

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালিয়াকৈরে আলোচনা সভা

কালিয়াকৈর প্রতিনিধি:

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালিয়াকৈরে আলোচনা সভা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় সোমবার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর