বাগেরহাটের মোরেলগঞ্জে শিবু রায়(৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা ৮ টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রেফার্ড করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কিছমত বৌলপুর গ্রামেন নিরঞ্জন বিহারী রায়ের ছেলে শিবু রায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারিদের আটকের জন্য অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন