বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গাড়ামারা গ্রামে সাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধা নারী গাড়ামারা গ্রামের মৃত কাশেম আলী শেখের স্ত্রী।
গত ২৫ আগস্ট গভীর রাতে এ ঘটনা ঘটে। ওইদিন রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী গাদলু শেখ চিৎকার-চেচামেচির শব্দ শুনে কাশেম আলীর বাড়িতে গেলে কাশেম আলীর ছেলে হেলাল শেখের স্ত্রী সখিনা বেগম (৪৫) কে হাতমুখ বাধা অবস্থায় দেখতে পায়। গাদলু শেখ সখিনার হাত-মুখের বাঁধন খুলে দিলে সখিনা জানায়, কয়েকজন অপরিচীত লোক এসে তার হাত-পা-মুখ বেঁধে তার শাশুড়িকে গলা কেটে মেরে ফেলেছে। গাদলু স্থানীয় জনপ্রতিনিধিদের ভোর বেলায় বিষয়টি ফোনে অবগত করেন। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি থানায় জানালে সকালে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ও বগুড়া থেকে পিবিআই টিম ঘটনাস্থলে যায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, হত্যার ঘটনা জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ওহাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এখনও কোন মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম