রংপুরে মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে হারাগাছের জমজওড়া হাট থেকে হারাগাছ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইদুল ইসলাম (৪৫) রংপুর কোতয়ালী থানা এলাকার কোট কার্তিক গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে। ২০০৯ সালের একটি মাদক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
হারাগাছ থানা ওসি মোজাম্মেল হক জানান, সাইদুল ইসলাম গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে হারাগাছ থানা পুলিশের ফাঁদে পড়ে গ্রেফতার হন। গ্রেফতারকৃত সাইদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম