টানা বর্ষণের কারণে গত দুইদিন যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু হয়েছে। উজানে ভারী বর্ষণের ফলে পানি বাড়লে ভারী বন্যার শঙ্কা নেই বলে পাউবো বলছে। এদিকে, পানি বাড়ায় সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৪ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা-১২ দশমিক ৯০ মিটার)। তিনি আরো জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আগামী তিনদিন পানি বাড়বে, বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে এবারও ভারী কোনো বন্যার আশংকা নেই।
বিডি প্রতিদিন/এএম