বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশি অভিযানে ইয়াবাসহ মো. তারেক (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শীবাতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান জানান, তার নির্দেশনায় এসআই মো. রেজোয়ানের নেতৃত্বে একটি টিম এ মাদক বিরোধী অভিযান পরিচালিত করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীবাতলী পাড়া এলাকার একটি চা দোকানে অভিযান চালিয়ে মো. তারেক নামে এক যুবকের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি খন্দকার তবিদুর রহমান জানান, আটককৃত মো. তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম