কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কালো পতাকা মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। মিছিলটি বিকেলে শহরের প্রাণকেন্দ্রে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে।
রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটো, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কাজী ছাইয়েদুল আলম বাবুল, ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, এডভোকেট শহীদউজ্জামান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ প্রমুখ। কালো পতাকা মিছিলে মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট কমিটি ও অঙ্গ সংগঠন সমূরেহর শতশত নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম