রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ ইউনিনের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম খায়ের, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদের সদস্য বাবু গোবিন্দ কুন্ডু, জেলা পরিষদের সদস্য মো. ইউসুফ হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মীসভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ