বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা শিবু রায়কে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে, কুপিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ৫ দিন পরে মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে তার স্ত্রী ছবি রানী বাদি হয়ে ৬ জনকে এজাহার নামীয় আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
হোগলাপাশা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবু রায়ের ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে বসে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইদুর রহমান বলেন, শিবু রায়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা কেউ এলাকায় নেই। তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এএ