২ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৪

পুলিশের মামলায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

গাইবান্ধা প্রতিনিধি

পুলিশের মামলায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

গাইবান্ধায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অফিস সহকারী আলম মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্লা দুদু ও  জেলা বিএনপির সদস্য লিটন মিয়াসহ তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে। এ নিয়ে গ্রেফতার আতঙ্কে আছেন বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্ক মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ৭ নেতা-কর্মী আহত হন।

গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন অভিযোগ করে বলেন, ৪৫তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের পৌর পার্ক মোড়ে পৌঁছালে পুলিশ তাদের নেতা-কর্মীদের উদ্দ্যেশ্যে অতর্কিত ভাবে টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তারা বিভিন্নখাতে চিকিৎসা নিচ্ছেন। এখন মামলা দিয়ে হয়রানি করছে। বাসাবাড়িতে থাকতে পারছেন না নেতা-কর্মীরা। এ ঘটনার পর নেতা-কর্মীদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানান তিনি।

এবিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বিএনপির নেতা-কর্মীরা পৌর পার্ক মোড়ে এসে শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

ওসি বলেন, শৃঙ্খলা ভঙ্গ, সরকারি কাজে বাধা, পুলিকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এপর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে মামলার আসামিদের নাম তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর