কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুজ্জামান পাভেল (৩১) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। এসময় আহত হয়েছে আরও এক যুবক। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পাভেল উলিপুর পৌরসভার সরদার পাড়া গ্রামের মৃত শের আলীর ছেলে।
এ ঘটনায় হোছেন আলী (৩৪) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত পাভেলসহ ও এক আরোহী মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিম নগর হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় তারা ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পথিমধ্যে পাভেল মারা যান। বাকি আরোহী হোছেন আলীকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রাখা হয়। নিহত পাভেল এক সন্তানের জনক বলে জানা গেছে।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বিডি প্রতিদিন/এএম