অটো-ভ্যান-নসিমন চালকদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। মতবিনিময় সভা শেষে দুপুরে জেলার সাতটি ইউনিয়নের ৫ হাজার ভ্যান-ইজিবাই-নছিমন চালকদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন তিনি। এসকল মানুষের সম্মানার্থে এমন ব্যতিক্রম আয়োজন করায় এলাকায় প্রশংসায় ভাসছেন এমপি।
বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বেলা ১২টার দিকে সেখানে দলে দলে প্রবেশ করছেন এমপির আমন্ত্রিত ভ্যান চালকরা। সবার গলায় লাল ফিতা দিয়ে ঝুলানো রয়েছে আমন্ত্রণপত্রের কার্ড। অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার সাথে কুশলাদি বিনিময় করছেন এমপি জিল্লুল হাকিম। দুপুর হওয়ার সাথে সাথেই তাদের সাথে করে খেতে বসেন তিনি। সবার হাতেই ভুনা খিচুরির প্লেট। সাথে পর্যাপ্ত মহিষের মাংস ও পানির বোতল।
অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, এমন আয়োজন আমাদের সম্মানিত করেছে। একজন এমপি আমাদের কথা শুনেছেন। আমাদের এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছেন। অনুষ্ঠান শেষে সকল শ্রমিকদের সাথে একসাথে দুপুরের খাওয়ার খেয়েছি। অনুষ্ঠানে আসা বেশ কয়েকজন শ্রমিক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে রান্নার কাজে নিয়োজিত বাবুর্চি শাহাবুদ্দিন শেখ জানান, এই আয়োজনে ৫ হাজার অটো-ভ্যান চালকদের জন্য রান্না করা হয়েছে। রান্না ও মাংস তৈরি করার কাজে ১০০ জন বাবুর্চি নিযুক্ত ছিল। ৫ হাজার মানুষের জন্য ৪০ মণ মহিষ ও ৫ মণ মুরগির মাংস, ৩০ মণ চাল, ৭ মণ ডাল ১০০টি ড্যাগে রান্না করা হয়। ৫০০ মিলিলিটারের ৫ হাজার পানির বোতলও প্রস্তুত রাখা হয়। বুধবার সকাল ১১টার মধ্যেই রান্নার সব কাজ শেষ হয়। সুষ্ঠু মতো খাবার পরিবেশনের জন্য ৩০টি খাবারের বুথ নির্মাণ করা হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ব্যতিক্রম আয়োজন। এদের সাথে দু’মুঠো খেতে পেরে খুবই আনন্দিত। আগামী দিনেও সে এই ধরণের আয়োজন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ