বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (৪৮) এর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের নলছিটি কাঠের ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু জানান, বুধবার রাতে সবুজ সহ ৩ জন মোটরসাইকেলে বাকেরগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। কাঠের ঘর এলাকা অতিক্রমকালে একটি থ্রি হুইলার সবুজের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজন ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। সে সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি, বরিশাল সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ